বাবা হচ্ছেন বোল্ট
সোমবার, মে ৮, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
‘আমি আর কেসি গত চার বছর ধরে একসঙ্গে আছি। আমাদের সম্পর্কটা দুর্দান্ত। তাই আমরা এবার অভিভাবক হওয়ার কথা ভাবছি। আর সেটা খুব শিগগিরিই হতে চাই। ছোট্ট শিশু আমাদের জীবনে খুব শিগগিরি আসবে মনে হচ্ছে। দেখা যাক, সব কীভাবে এগোয়। আমরা কিন্তু সত্যি সত্যিই আলোচনা শুরু করেছি দু’জনে।’
নিজের মুখেই এমন সুখবর দিলেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট।
কেসি বেনেটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কতখানি সিরিয়াস, তা বোল্টের আরও একটি কথাতেও ধরা পড়েছে।
‘বরাবরই চেয়েছিলাম, আমার জীবনে এমন কোনও নারী আসুক, যে পারফেক্ট। আমার জন্য। আসলে আমার বাবার সঙ্গে দু’জন মহিলার সম্পর্ক ছিল। কিন্তু ওই দুই মহিলাই প্রতারণা করেছিল। আমি তাই বাবাকে বলেছিলাম, তোমার মতো আমার জীবনেও কিছু ঘটুক, চাই না। এ জন্যই আমি অপেক্ষা করেছি। বোঝার চেষ্টা করেছি যে আমার জীবনে এসেছে, সে সত্যিই আমার কি না।’ মন্তব্য বোল্টের।
-আজকাল
ঢাকা, সোমবার, মে ৮, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ৪১৫৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন