‘আমার মেয়ের দাড়ি অপছন্দ, তাই কাটলাম’
বৃহস্পতিবার, মে ২৫, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
`ব্রেক দ্য বিয়ার্ড’ এই ট্রেন্ড শুরু করেছিলেন ভারতের তারকা অল রাউন্ডার 'স্যার' রবীন্দ্র জাদেজা। এক গাল দাড়ির চল তুলে দিয়ে নতুন লুক এনে চমক দিয়েছিলেন তিনি
সেই ট্রেন্ডই ফলো করেছেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া এবং অজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ানরা।
আইপিএল চলাকালীন এই 'ব্রেক দ্য বিয়ার্ড' ট্রেন্ড বারেবারে ট্রেন্ডিংও হয়েছে। এতদিন পর এবার, এই 'ব্রেক দ্য বিয়ার্ড' ট্রেন্ডে নিজেকে সামিল করলেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার সুরেশ রায়না। তবে রায়না অবশ্য বলছেন মেয়ে গ্রাসিয়ার জন্যই তাঁর এই লুক বদল। ইনস্টাগ্রামে নিজের নিউ লুকের ছবি পোস্ট করে রায়না লেখেন, ‘আমি এটা অনুভব করেছি, আমার মেয়ে আমার এই এক গাল দাড়ি একেবারেই পছন্দ করে না, তাই ওর জন্যই এটা।’
-জিনিউজ
ঢাকা, বৃহস্পতিবার, মে ২৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ১২১১৪ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন