শিমু ও তৌসিফের 'অহর্নিশ ভালোবাসা'
বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
এবার পর্দায় 'অহর্নিশ ভালোবাসা' শিরোনামের একটি নাটকে জুটি বেঁধেছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু ও তৌসিফ মাহবুব। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহাবুব সুমন।
নাটকে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, খায়রুল আলম টিপু, শহীদুল, সবুজ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, দীপান্বিতা খান (শিমু) ছোটপর্দার একজন নামকরা নাট্যনির্মাতা। কিছুদিনের জন্য মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন এই জনপ্রিয় নির্মাতা। একদিন তার বাসায় কেয়ারটেকারের ভাগ্নে সাহিল (তৌসিফ) আসে তার মামার কাছে লেখাপড়া করার উদ্দেশ্যে।
একপর্যায়ে সাহিলের সঙ্গে দীপা নিজের প্রয়োজনে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চায়, কিন্তু সাহিল দীপাকে পাত্তা দেয় না। বয়সে বড় দীপার চতুরতার কাছে একসময় হার মানতে বাধ্য হয় সাহিল। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটি আগামীকাল শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এ এম
এই লেখাটি ১৯৩৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন