হুমায়ূন আহমেদের দুই রূপা ঈশানা-টয়া
শনিবার, জুলাই ১৫, ২০১৭
বিডিলাইভ রিপোর্ট :
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী ১৯ জুলাই। কিংবদন্তি এ লেখক ও নির্মাতার স্মরণে এদিন চ্যানেল আই'য়ে প্রচার হবে তার গল্প অবলম্বনে নির্মিত টেলিছবি 'রূপার জন্য ভালোবাসা'।
এতে দেখানো হয়েছে দুই রূপার গল্প। এই দুই চরিত্রে অভিনয় করেছেন ঈশানা ও টয়া। তারা দু'জনেই অভিনয় করেছেন রূপার ভূমিকায়। গল্পে ঈশানার চরিত্রের নাম রূপা চৌধুরী আর টয়া অভিনয় করেছেন শবনম রূপা চরিত্রে।
এ প্রসঙ্গে ঈশানা বলেন, 'এটার অনুভূতি বলে বোঝানো কঠিন। হুমায়ূন স্যারের সৃষ্টকর্মে যুক্ত হতে পারছি, এটা আমার জন্য বড় পাওয়া।'
টয়াও জানালেন একই রকমের উচ্ছ্বাসের কথা।
গত ১২ জুলাই থেকে শুটিং শুরু হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। টেলিছবি পরিচালনা করেছেন রাজু আলিম।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করছেন, শহিদুল আলম সাচ্চু, চঞ্চল চৌধুরী, জয়শ্রী কর, কাজী উজ্জ্বল প্রমুখ।
ঢাকা, শনিবার, জুলাই ১৫, ২০১৭ (বিডিলাইভ২৪) //
এস আর
এই লেখাটি ১৮০৩ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন