২০৩২ অলিম্পিক: আয়োজক হতে চায় ভারত
বৃহস্পতিবার, জুলাই ২০, ২০১৭
বিডিলাইভ ডেস্ক :
২০১০ কমনওয়েলথ গেমসে সফল আয়োজন করে ভারত৷ এরপরই আইওএ ২০২০ এশিয়ান বিচ গেমস আয়োজন করতে চেয়েছিল ১৩০ কোটির দেশ৷
কিন্তু সে ইচ্ছা সফল হয়নি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের৷ তাই ২০৩২ অলিম্পিক আয়োজনের জন্য ‘বিড’ দিতে পারে ভারত৷
কেবল অলিম্পিকই নয় ২০৩০ এশিয়ান গেমস ভারতেই আয়োজন করতে চায় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন৷ এজন্য অলিম্পিক অ্যাসোসিয়েশনে সরকারের থেকে অনুমতি চাইছে৷
২০৩২ অলিম্পিক আয়োজন করতে হলে নয় বছর আগে আবেদন করতে হয়৷ তাই সরকারের কাছে যথেষ্ট সময় রয়েছে এ বিষয়ে ভাবনা-চিন্তা করার৷ ভারতের মতো জনবহুল দেশে ক্রিকেট ছাড়া অন্য কোনও খেলাধুলার পরিস্থিতি খুবই খারাপ৷ তাই অলিম্পিক বা এশিয়ান গেমসের মতো বড়ো ইভেন্টের আয়োজন ভারতে হলে মানুষের আগ্রহ বাড়বে,এমনটা মনে করছে আইওএ৷
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২০, ২০১৭ (বিডিলাইভ২৪) //
ম. উ
এই লেখাটি ১৭৮৮ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন