১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল আহমেদ।
আজ বুধবার বেলমন্ট শুটিং সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতেছেন বাংলাদেশের এই শুটার।
বেলমন্ট শুটিং সেন্টারে ২২০.৫ স্কোর গড়ে রুপা জেতেন শাকিল। ২২৭.২ স্কোর গড়ে সোনা জিতেছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রিপাকোলি।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে ওঠা শাকিল ষষ্ঠ হয়েছিলেন। কোয়ালিফিকেশন রাউন্ডে অষ্টম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই শুটার।
শাকিল আহমেদ ২০১৩ সালে সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ২০১৪ সাল থেকে শুটিং শুরু করেন তিনি। ২০১৬ এসএ গেমসে স্বর্ণ জিতেছিলেন শাকিল।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন