১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতইয়ামাহা মোটরসাইকেলের কাম কমালো এর দেশীয় পরিবেশক এসিআই মোটরস লিমিটেড।
নির্দিষ্ট মডেলের ইয়ামাহা মোটরসাইকেলে দেয়া হচ্ছে ক্যাশব্যাক। এছাড়াও থাকছে রেইনকোর্ট, হেলমেট এবং টি-শার্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়ামাহা জানিয়েছে, ‘ঈদের আগে ঈদের খুশি’ অফারে আরওয়ান ভার্সন টু এবং আর১৫এস কিনলে ক্রেতারা ২০ হাজার টাকার ক্যাশব্যাক পাবেন।
এছাড়াও এফজেডএস এফ আই ভার্সন টু, ফেজার এফআই ভার্সন টু এবং এসজেডআরআর ভার্সন টু কিনলে পাওয়া যাবে ৫ হাজার টাকা ক্যাশব্যাক।
স্যালুটো ১২৫ সিসির বাইকে ৪ হাজার টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।
দেশের সকল ইয়ামাহা শোরুমে ৩১ মে পর্যন্ত অফারটি চলবে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন