১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবলিউডের সুপারস্টার সালমান খান। যে কোনও উঠতি নায়িকাকে বলিউডে প্রতিষ্ঠা করা হোক কিংবা কাউকে সাহায্য, সবকিছুতেই সালমান খানের জুড়ি মেলা ভার। ফলে, দেশের যে কোনও প্রান্ত হোক কিংবা দুবাই, সালমান খানের জনপ্রিয়তার কাছে বলিউডের অনেক সেলেবের গ্ল্যামারই যেন কমতে শুরু করে। কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পাতায় উঠে এসেছে সালমান খানের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ওই শপিং মলে বসে রয়েছেন সালমান খান, কিন্তু, তাকে কেউ চিনতেই পারলেন না। বলিউড ‘ভাইজান’-এর নিরাপত্তা রক্ষীরা তাকে ধীরে থাকলেও, সেদিকে যেন খেয়ালই নেই সালমানের।
এদিকে বর্তমানে ‘দাবাং’ টুর নিয়ে ব্যস্ত সলমন খান। ‘দাবাং’ টুরে সলমনের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, মনীষ পল, সোনাক্ষী সিনহা-রা। ‘দাবাং’ শেষ হওয়ার পর পরই ‘ভরত’-এর শুটিং শুরু করলেন সলমন খান। এই সিনেমায় সলমন খানের বিপরীতে থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, এবং দিশা পাটানি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন