আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ হবে সকল যুদ্ধের জননী।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি অবলম্বন করছেন উল্লেখ করে রুহানি বলেন, আমেরিকার জানা উচিৎ ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সকল যুদ্ধের জননী। আপনি সিংহের লেজ নিয়ে খেলবেন না ট্রাম্প, এটি স্রেফ দুঃখই বয়ে আনবে।
রবিবার ইরানি কূটনীতিকদের এক সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
২০১৫ সালে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে ছয় জাতিগোষ্ঠি ইরানের সঙ্গে চুক্তি করেছিল। এতে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
ইরানি প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকার জানা উচিৎ ইরানের সঙ্গে শান্তি হচ্ছে সকল শান্তির জননী এবং ইরানের সঙ্গে যুদ্ধ হচ্ছে সকল যুদ্ধের জননী। ওয়াশিংটন ইরান সরকারকে অচল করে দেওয়ার চেষ্টা করছে বলে প্রকাশিত প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে রুহানি বলেন, ইরানি জাতিকে ইরানেরই নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে উস্কানি দেওয়ার মতো পর্যায়ে আপনারা নেই।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন