১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতঅ্যাড্রিয়াটিক সাগরের উত্তর পশ্চিম প্রান্তে একটি উপহ্রদের ঠিক মাঝখানে ১১৮টি দ্বীপ নিয়ে তৈরি ইতালির স্বপ্নের শহর ভেনিস। লন্ডন, বুলগেরিয়ার পর আপাতত ইতালির এই সুন্দর শহরেই ছুটি কাটাকে ব্যস্ত শাহরুখ কন্যা সুহানা।
সুহানার অন্যান্য ছবি ও ভিডিওর মতোই ভাইরাল হয়েছে তার ভেনিসে ছুটি কাটানোর নানান মুহূর্ত। তার বিভিন্ন ফ্যান পেজগুলিতে ঘুরে বেড়াচ্ছে ছবিগুলি। কখনও সুহানাকে দেখা গেছে, রাস্তার মধ্যে হাসি মুখে, এদিক ওদিন ইচ্ছেমত ঘুরে বেড়াতে, আইসক্রিম খেতে, কখনও বা, প্রিয় বন্ধবীকে নিয়ে ভেনিসের নদীগুলির মধ্যে বোটিং করতে।
বর্তমানে সুহানা ও তার এই বান্ধবী দুজনেই লন্ডনে পড়াশোনা করছেন। লন্ডনের হোস্টেলেও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সময় সুহানার ছবি বহুবার ভাইরাল হয়েছে। তবে লন্ডনে পড়াশোনা করলেও অবসরে মাঝে মধ্যে সুহানাকে মুম্বাইতে তার মা-বাবার সঙ্গে সময় কাটাতে দেখা যায়। আবারও পরিবারের সঙ্গেও বিদেশে ঘুরতে যেতেও দেখা যায় তাকে। তবে ভেনিসের ছবিটি কাটানোর সময়টা সুহানাকে তার লন্ডনের স্কুলের প্রিয় বান্ধবীকে সঙ্গে দেখা গেছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন