১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতপবিত্র ঈদুল আজহা আজ। ঈদ এলেই বিনোদনমূলক অনুষ্ঠানে ভরপুর থাকে দেশিয় টেলিভিশন চ্যানেল। বরাবরের মতো এবারো বিনোদনমূলক অনুষ্ঠানসূচী রয়েছে চ্যানেলগুলোতে।
ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে আবুল হায়াত পরিচালিত নাটক ‘আপোষ। রাবেয়া খাতুনের গল্পে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, শবনম ফারিয়া, আবুল হায়াত, শিল্পী সরকার অপু প্রমুখ।
বাংলাভিশনের ঈদ আয়োজনে এস এ হক অলীক নির্মাণ করেছেন নাটক ‘আহা রে একটুসখানি প্রেম’। নাটকটি রচনাও করেছেন তিনি। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ, নিপুন, নাদিয়া প্রমুখ। নাটকটি ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে দেখানো হবে।
এটিএন বাংলায় রাত ৮টা ৩০ মিনিটে থাকছে নন্দিত উপস্থাপক হানিফ সংকেত রচিত ও পরিচালিত নাটক ‘শেষ অশেষের গল্প’। নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, রিয়াজ, মীর সাব্বির, কুসুম শিকদার, শুভাশীষ ভৌমিক, শামীম, রকিবুল হাসান প্রমুখ।
আরটিভিতে প্রচার হবে মোশাররফ করিম অভিনীত বিশেষ নাটক ‘ঘাউড়া মজিদ এখন ব্যবসায়ী’। আকাশ রঞ্জনের রচনা ও শামীম জামানের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন রোবেনা রেজা জুঁই, শামীম জামান, এ্যানি খান প্রমুখ। নাটকটি ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।
ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গাজী টিভিতে প্রচার হবে চয়নিকা চৌধুরী পরিচালিত বিশেষ নাটক ‘তোমার আমার কথা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রিচি, শাহেদ প্রমুখ।
দেশ টিভিতে ঈদের দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘প্রেমিক বিশু পাগলা’। ইমেল হকের রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, নাবিলা, হিন্দোল রায় প্রমুখ।
দীপ্ত টিভির ঈদ আয়োজনে প্রচার হবে মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘হিরো কেন ভিলেন’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, রিচি, ডা. এজাজ, শামীমা নাজনীন, নাবিলা, আবদুল্লাহ রানা প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৩০মিনিটে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে।
নাটক ‘হিরো আকরাম’ প্রচারিত হবে নাগরিক টিভিতে। হিমেল আশরাফের পরিচালনায় এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, সাজু খাদেমসহ অনেকেই। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটকটির প্রথম পর্ব প্রচার হবে।
বৈশাখী টিভিতে প্রচার হবে আলমগীর আহসানের রচনা ও ফরিদুল হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বউয়ের দোয়া পরিবহন’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, জামিল, মৌসুমী হামিদ, আলভী, চিত্রলেখা গুহ, আমিরুল হক চৌধুরী প্রমুখ। ঈদের দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটকটির প্রথম পর্ব।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন