১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকি হিংসে হয়? আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত, সেলিব্রেটি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক, অভিনেতা?’ প্রশ্নবোধক এমন বাক্যগুলো ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অস্ট্রিয়া প্রবাসী সিফাত উল্লাহ ওরফে সেফুদা নামের এক ব্যক্তি লাইভে এসে বাক্যগুলো আউড়ান।
সেফুদার এমন সংলাপ নিয়েই এবার নির্মিত হচ্ছে নাটক। যার নাম ‘কি হিংসে হয়?’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
রোববার থেকে ঢাকার অদূরে আমিনবাজারে নাটকটির শুটিং শুরু হয়েছে। এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সোহানা সাবা, কল্যাণ কোরাইয়া ও গোলাম কিবরিয়া তানভীর। যেখানে সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন কল্যাণ ও সাবা। অন্যদিকে সাবার হাজবেন্ড চরিত্রে তানভীর।
নাটকটি নিয়ে পরিচালক শাহরিয়ার নাজিম জয় বলেন,' আসলে গল্পের কারণেই এমন নামটি নিতে হয়েছে। গল্পটি সেফুদার লাইভ কথার সঙ্গে কোন মিল নেই।' নাটকটি শিগগিরই প্রচার হবে এটিএন বাংলায়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন