১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবলিউড সুপারস্টার আমির খানের 'দঙ্গল' ছবিতে কাজ করার পর ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা হয়ে ওঠেন অন্তরঙ্গ বন্ধু।
সম্প্রতি এ দুই অভিনেত্রী ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মজার মজার ছবি শেয়ার করছেন। এবার ইউরোপের রাস্তায় দুজনের নাচের ভিডিও শেয়ার করলেন ফাতিমা।
গতকাল বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দুই বন্ধুর অসাধারণ নাচের ভিডিও শেয়ার করেন দঙ্গলকন্যা ফাতিমা সানা শেখ। ইউরোপের রাস্তায় তাদের নাচতে দেখা যায়। শুধু তা-ই নয়, ফাতিমার কাছ থেকে ফুলের তোড়া নিচ্ছেন, এমন ঘনিষ্ঠতার দৃশ্যও দেখা যায়।
ভিডিওটিই শুধু মজার নয়, ফাতিমার ক্যাপশন আর সানিয়ার উত্তর তিনটিই মজার। ফাতিমা লিখেন, অবিশ্বাস্য ব্যাপার, ইউরোপে বিন্দাস কাটছে। সানিয়া দুর্দান্ত সঙ্গ দিচ্ছে।
সানিয়ার উত্তর, ‘ওহ, প্লিজ ফাতিমা! আইডিয়া আমার কিন্তু নাচ তোমার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন