১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতমাথায় লম্বা চুলের জটা। পরনে ময়লা, ছেঁড়া শার্ট-প্যান্ট। দাড়ি গোঁফে জটা লেগেছে। মুখে বাঁশি। রাস্তার মাঝে দাঁড়িয়ে বাঁশিতে ফুঁ দিচ্ছে, আর ট্রাফিক সিগন্যাল নিজের মতো করে নিয়ন্ত্রণ করছে এক যুবক। এমন দৃশ্যের একটি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ দৃশ্যটি ‘তারই অপেক্ষায়’ নাটকের। আর ওই যুবকটি অন্য কেউ নয়, টেলিভিশন অভিনেতা তৌসিফ মাহবুব।
লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত হয়েছে এ নাটকটি। মোহন আহমেদের রচনা ও পরিচালনায় এতে তৌসিফের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় মুখ টয়া।
এবারই প্রথম ভিন্নধর্মী চরিত্রে হাজির হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, পাগল চরিত্রে প্রথমবার কাজ করলাম। শুটিংয়ের সময় সত্যিকারের আবর্জনার মধ্যে শুয়েছি। নোংরা জামা-কাপড় পরে শুট করেছি। মোট কথা পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যারপরনাই পরিশ্রম করেছি। আশা করছি, দর্শকরা আমাকে নতুন করে আবিষ্কার করবেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন