১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসেমিফাইনালে রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে ওঠা হুয়ান মার্টিন দেল পোত্রোকে সহজেই হারিয়েছেন নোভাক জোকোভিচ।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ৩১ বছর বয়সী এই সার্বিয়ান তারকা ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে দেল পোত্রোকে হারিয়ে ১৪তম গ্র্যান্ড স্লাম জিতে নিলেন।
গত জুলাইয়ে উইম্বলডন জেতা জোকোভিচ এই জয়ে রেকর্ড বইয়েও নিজের নাম লেখালেন। সেটা হলো বিশ্বের চার নম্বর খেলোয়াড় হিসেবে ব্যাক টু ব্যাক গ্র্যান্ড স্লামজয়ী খেলোয়াড় হিসেবে তার নাম উঠে এল।
এ নিয়ে গ্র্যান্ড স্লামের দুটি ফাইনাল খেলেছেন দেল পোত্রো। আর্জেন্টাইন এই খেলোয়াড় এর আগের ফাইনালটি খেলেছিলেন ২০০৯ সালে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন