১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগত ৮ নভেম্বর ভারত ও বিশ্বের বিভিন্ন দেশের প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় থাগস অব হিন্দোস্তান। মুক্তির মাত্র তিন দিনে ১০০ কোটি রুপি আয়ের সিনেমার তালিকায় নাম লেখিয়েছে এটি।
গতকাল শনিবার মুক্তির তৃতীয় দিনে ২৩.৫০ কোটি রুপি (তামিল, তেলেগুসহ) আয় করেছে সিনেমাটি। তিন দিনে এটির মোট আয় দাঁড়িয়েছে ১০৫ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে তথ্যটি জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ৫২.২৫ কোটি রুপি (তামিল, তেলেগুসহ) আয় করে থাগস অব হিন্দোস্তান। শুক্রবার সিনেমাটি হিন্দি থেকে ২৮.২৫ কোটি রুপি এবং তামিল, তেলেগু মিলিয়ে আরো এক কোটি রুপি যোগ করে। প্রথম দুই দিনে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ৮১.৫০ কোটি রুপি।
এর পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ড গড়েছে আমির খান ও অমিতাভ বচ্চন অভিনীত বহুল আলোচিত সিনেমাটি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন