১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবৃহস্পতিবার মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা টু পয়েন্ট জিরো বা রোবট-টু। প্রথম থেকেই দর্শকদের প্রশংসায় ভাসছে সিনেমাটি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটি ব্লকবাস্টার উল্লেখ করে বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ লিখেছেন, ‘টু পয়েন্ট জিরো সিনেমার জগতে বিস্ময়। উপাদান ও স্টাইলের মিশ্রন এটি। পরিচালক শংকরের দূরদর্শিতা রয়েছে। এবার তিনি ছক্কা হাকিয়েছেন। অক্ষয় কুমার অসাধারণ আর রজনীকান্ত বস, স্যালুট।’
বক্স অফিস বিশ্লেষকদের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুক্তির প্রথম দিন শুধু হিন্দি ভাষা থেকে টু পয়েন্ট জিরো সিনেমাটি আয় করবে আনুমানিক ২০-২৫ কোটি রুপি। এছাড়া তামিল থেকে ৩০-৩৫ এবং তেলেগু ভাষা থেকে আরো ১০-১৫ কোটি রুপি আয় করবে সিনেমাটি। অর্থাৎ তিন ভাষা মিলিয়ে ৬০-৭০ কোটি রুপি আয় করবে টু পয়েন্ট জিরো।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল টু পয়েন্ট জিরো।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন