মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) আগামী বছর বাংলাদেশের সঙ...
বিস্তারিতঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) ১২ নভেম্বরের (মঙ্গলবার) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১২ নভেম্বরের বদলে এ পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। এর আগে একই কারণে এই পরীক্ষা ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর তারিখ রাখা হয়েছিল।
এদিকে মাদ্রাসা বোর্ডে জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসিতে ১২ নভেম্বর অনুষ্ঠেয় পরীক্ষাটি পিছিয়ে নেওয়া হয়েছে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শুক্রবার ৯ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে যথাক্রমে ১২ ও ১৪ নভেম্বর নতুন তারিখ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
এরপর ১১ নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় যথাক্রমে ১৩ ও ১৬ নভেম্বর। রোববার সেই সূচিতে আবার পরিবর্তন আনলো শিক্ষা মন্ত্রণালয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন