১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগতকাল ছয়টি ইভেন্টের ছয়টিতেই সোনা জিতেছিল বাংলাদেশ। সোমবারের সকালটাও সোনা জয়ের মধ্য দিয়ে শুরু করল বাংলাদেশ। এবারে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) আর্চারিতে কম্পাউন্ড মহিলা একক ইভেন্টে সোনা জিতলেন সোমা বিশ্বাস।
সুমা প্রথম সেট ২৬-২৮ পয়েন্টের ব্যবধানে জিতেন । পরের সেট ২৮-২৮ এ ড্র করেন। তৃতীয় সেট জিতেন ২৮-৩০ ব্যবধানে। চতুর্থ সেট ২৫-২৯ পয়েন্টের ব্যবধােন জেতার পর শেষ সেট ২৭-২৭ ড্র করেও সোনা জিতেন। সব মিলিয়ে ১৪২-১৩৪ পয়েন্টের ব্যবধানে হারান।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন