আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতঅবশেষে নিয়ন্ত্রণে এল ক্যানবেরা বিমানবন্দরের দাবানল। অস্ট্রেলিয়ার রাজধানীর বিমানবন্দরের নিকটে দাবানল ছড়িয়ে পড়লে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়। তবে সেটি এখন নিয়ন্ত্রণে এসেছে। ক্যানবেরার উপশহর পিয়ালিগোর রেডওড বন থেকে শুরু হওয়া সেই দাবানল স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মোলোঙ্গো নদীর দিকে ধাবিত হয়।
পরে কালারো সড়কে আরেকটি দাবানলের সাথে মিশে যায়। সম্মিলিত সেই দাবানলের আকার ছিল ৪২৪ হেক্টর এবং বিকেলের দিকে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে রাতের দিকে দাবানলের আকার কমে আসে ৩৭৯ হেক্টরে। এতে ব্যবসায়িক ক্ষতি হলেও কোনো ঘরবাড়ি নষ্ট হয়নি বলে জানিয়েছে এবিসি অস্ট্রেলিয়া। তীব্র ধোঁয়ার কারণে স্থানীয়দের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন