১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবান্দরবানের আলীকদম উপজেলায় বিরল প্রজাতির এক বন্য ছাগল উদ্ধার করা হয়েছে। উপজেলার সংরক্ষিত মাতামুহুরী বনাঞ্চলের দুর্গম ইয়ংনং মুরুং পাড়া থেকে বৃহস্পতিবার ছাগলটি উদ্ধার করে বনকর্মীরা। পরে সেটি বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়।
উদ্ধারকৃত ছাগলটি ‘আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিকসম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)’-এ বিশ্বে বিপন্ন প্রজাতির প্রাণী হিসেবে তালিকাভুক্ত। এ প্রজাতির বনছাগল দেশে বিরল।
ছাগলটিকে একটি কুকুরের সঙ্গে খেলতে দেখে স্থানীয়রা সেটি ধরে এনে লালন-পালন করছে- এমন সংবাদের ভিত্তিতে লামা বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সারের নেতৃত্বে উদ্ধার করা হয়।
এস এম কায়সার বলেন, এটি দেশের বিরল প্রজাতির বন্যপ্রাণী। এ প্রজাতির বনছাগলের অস্তিত্ব পৃথিবীতে হুমকির মুখে। তিনি বলেন, ছাগলটি কক্সবাজারের চকরিয়াস্থ ডুলাহাজরার বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন