১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতআগের ম্যাচে রজার ফেদেরার জিতেছেন অতি কষ্টে। চতুর্থ রাউন্ডেও প্রথম সেট হেরে ভক্তদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন তিনি। তবে এরপর ঘুরে দাঁড়িয়েছেন দারুণভাবে। মার্তন ফাকচোভিচকে পরের তিন সেটে উড়িয়ে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। ম্যাচের স্কোর ৪-৬, ৬-১, ৬-২, ৬-২।
ফেদেরারের বিপক্ষে আগের দুটি লড়াইয়ে একটি সেটও জিততে পারেননি ফাকচোভিচ। কিন্তু এবার প্রথম সেটেই আক্ষেপ দূর হয়েছে তার। সুইস কিংবদন্তির টানা তিনটি ‘আনফোর্সড এরর’-এর সুযোগ কাজে লাগিয়ে সপ্তম গেম ‘ব্রেক’ করেছেন হাঙ্গেরির অবাছাই খেলোয়াড়।
কিন্তু এরপর পেরে ওঠেননি টুর্নামেন্টের ৬ বারের চ্যাম্পিয়ন ফেদেরার এর সঙ্গে। পরের তিন সেটের শুরুতেই সার্ভিস ‘ব্রেক’ করে ফেদেরার নিশ্চিত করেছেন টুর্নামেন্টের ১৫তম কোয়ার্টার ফাইনাল। শেষ আটে আমেরিকার টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে খেলবেন ফেদেরার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন