১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসৌদি আরবে মারাত্মক সংক্রামক বার্ড ফ্লু দেখা দিয়েছে বলে বিশ্ব পশুস্বাস্থ্য সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা দ্যা ওয়ার্ল্ড ওরগাইজেশন ফর অ্যানিমেল হেলথ বা ওআইই হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
দেশটির রাজধানী রিয়াদ থেকে দেড়শ’ কিলোমিটার উত্তরের সুদাইর অঞ্চলে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দিয়েছে। ওআইই জানায়, এ কারণে ২২ হাজারের বেশি এ রোগে মারা গেছে।
অন্যদিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ৩ লাখ ৮৫ হাজার পাখি মেরে ফেলা হয়েছে। সৌদি কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেয়া হয়েছে এ ঘোষণা। ২০১৮ সালের জুলাইয়ের পর এই প্রথম সৌদিতে দেখা দিল বার্ড ফ্লুর প্রকোপ।
এর আগে, বার্ড ফ্লু’র এইচ৫এন৪’র যে প্রজাতি সৌদি আরবে শনাক্ত করা হয়েছে তা মানুষের শরীরে সংক্রমণ ঘটায় না বলে মনে করা হয়েছে। কিন্তু এ ভাইরাস আরও শক্তিশালী এবং রোগ বিস্তারে সক্ষমতা অর্জন করছে বলে ঘোষণা করা হয়েছে। সূত্র: পার্স টুডে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন