১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতরাজধানীর হাতিরঝিলে বেগুনবাড়ি ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাকিব হাসান শিপন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটায় হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় আব্দুর রহমান মানিক (১৬) নামে আরও একজন আহত হয়েছেন। তারা দুজন বন্ধু।
রবিবার রাত সাড়ে ৮টায় হাতিরঝিল বেগুনবাড়ি দিয়ে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় গতিরোধ করে কয়েক যুবক। এরপর প্রথমে মানিককে ছুরিকাঘাত করে তারা। পরে মোটরসাইকেলের পেছনে থাকা বন্ধু শিপন হাসান কেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রাত পৌনে ১১টায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য নেওয়া হলে সাড়ে ১১ টার চিকিৎসাধীন অবস্থায় শিপনের মৃত্যু হয়।
আহত মানিক জানান, মোটরসাইকেল নিয়ে আসার সময় এলোপাতাড়ি কোপানো হয় তাদের। তারা দুজনই হোন্ডা গ্যারেজে কাজ করেন।আহত দুজনের অন্য বন্ধু খোকন জানান, হাতিরঝিল এলাকায় ঘুরতে গেলে কয়েক যুবক ওদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে সেখান থেকে মেডিক্যালে নিয়ে আসি। তারা উভয়েই মধুবাগ এলাকায় থাকেন।ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ মর্গে। আহত তরুণ জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন