১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতসামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘হ্যাশট্যাগ শেম অন ইউ রোহিত শেঠি’ ট্রেন্ড। ছবির চিত্রনাট্যকার বলেছেন, বলিউডে পুরুষতন্ত্র ছিল, আছে। আর সেটিকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য সাহো, ওয়ার বা বাঘি থ্রির মতো নামমাত্র, চেহারাসর্বস্ব চরিত্রগুলোকে ‘না’ বলা শিখতে হবে।
এবার এই বিষয়ে মুখ খুলেছেন খোদ ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষী, আমি সাধারণত এসব ট্রল নিয়ে কোনো কথা বলি না। কিন্তু এবার আমার মনে হচ্ছে মুখ খোলা দরকার। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা রোহিত শেঠিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। সে স্রেফ ভুল-বোঝাবুঝির শিকার। বেশ কয়েক বছর ধরে ক্যাটরিনা সফলতার হালে খুব একটা পানি পাচ্ছেন না।
পরপর তিন খানের সঙ্গে ছবি। আমির খানের সঙ্গে থাগস অব হিন্দোস্তান, শাহরুখ খানের সঙ্গে জিরো এবং সালমান খানের সঙ্গে ভারত ছবিতে অভিনয় করেছেন। খুব একটা জ্বলে উঠতে পারেননি একটি ছবিতেও। এবার পুরোনো বন্ধু অক্ষয় কুমারের সঙ্গে আসছেন পর্দায়। দেখার অপেক্ষা কতটুকু মেলে ধরতে পারেন তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন