আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি (৭৮) নামে এক প্রবীণ নেতা। এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো।
ইরানের শীর্ষ ধর্মীয় পরিষদের ওই নেতার নাম আয়াতুল্লাহ হাশেম বাথায়ি গোলপায়েগানি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুই দিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তেহরানের ৮৮ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের একজন প্রতিনিধি ছিলেন আয়াতুল্লাহ হাশেম।
দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং রাজনৈতিক কর্মীদেরও মৃত্যু হয়েছে। এছাড়া ফারিবোরজ রইস নামের ৭১ বছর বয়সী আরেক নামকরা অর্থনীতিবিদ করোনায় আক্রান্ত হয়ে ছয় দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।
চীনের বাইরে আক্রান্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইরান। তেহরানে এ ভাইরাস সংক্রমণে ৭২৪ বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে ১৩ হাজার ৯৩৮ জনের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন