আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনার কারণে একের পর এক স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে বিশ্ব জুড়ে সব ধরনের স্পোর্টিং ইভেন্ট। এই পরিস্থিতিতে সবার আগে মানুষের জীবন। করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় হাত বাড়িয়ে দিলেন টেনিসের সবচেয়ে বড় তারকা রজার ফেদেরার।
সাবেক টেনিস খেলোয়াড় স্ত্রী মিরকাকে নিয়ে সুইজারল্যান্ডে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানো ঘোষণা দিয়েছেন তিনি। এক মিলিয়ন সুইস ফ্রা দান করছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি টাকারও বেশি।
রজার ফেদেরার টুইট পোস্টে বলেন, 'সবার জন্য এটা চ্যালেঞ্জের সময়। কেউ পিছিয়ে থাকবেন না। মিরকা এবং আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিই এক মিলিয়ন সুইস ফ্রা দান করার। সুইজারল্যান্ডের সেসব পরিবারকে যারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত।'এমন পরিস্থিতিতে এই জুটি সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন জানান। তিনি বলেন, 'কেবল শুরু করলাম। আশা করি অন্যরাও এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। সবাই মিলে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারব। সুস্থ থাকুন।’
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন