১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতচট্টগ্রাম নগরের হালিশহরে একজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ব্যাংক এশিয়া লিমিটেড এর আন্দরকিল্লা শাখার কর্মকর্তা-কর্মচারীদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কর্মকর্তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানোর পর ব্যাংকের কার্যক্রম আপাতত বন্ধ রেখেছে ব্যাংক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, হালিশহরের বাসিন্দা যিনি করোনা আক্রান্ত হয়েছেন তিনি ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখায় এসেছিলেন। এ তথ্য নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার ব্যাংকের ১৫ কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে অবগত নন বলে জানান। এদিকে পুলিশ আনুষ্ঠানিকভাবে ব্যাংক এশিয়ার শাখা লকডাউন না করলেও শাখার কর্মকর্তারা হোম কোয়ারেন্টিনে চলে যাওয়ায় তা একপ্রকার বন্ধ হয়ে যায়।
ব্যাংক এশিয়া আন্দরকিল্লা শাখার প্রধান আলী তারেক পারভেজ বলেন, আমিসহ ব্যাংকের ১৫ জন কর্মকর্তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে পুলিশ। আমরা হোম কোয়ারেন্টিনে চলে এসেছি। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে আপাতত আন্দরকিল্লা শাখার কার্যক্রম বন্ধ করে দিয়েছি।কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গত ২৫ মার্চ ব্যাংক এশিয়ায় এসেছিলেন হালিশহরের আক্রান্ত ব্যক্তি। সিটি এসবি থেকে আমাদের এ তথ্য জানানোর পর ব্যাংকের ১৫ কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন