আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতকরোনাভাইরাসের কারণে ৯৩তম অস্কার আয়োজন পেছানো হয়েছে। আগামী বছরের অস্কার করোনা ভাইরাসের কারণে দুই মাস পিছিয়েছে। ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর।
একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসন আরও জানান, অস্কারের দৌঁড়ে ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯৩ তম অস্কারের মনোনয়ন জমা দেওয়ার সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ করা হয়েছে।
এর আগেও তিনবার পিছিয়েছিল অস্কারের অনুষ্ঠান। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলসে বন্যার জন্য, ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের উপর হামলা হওয়ার পর পেছানো হয়েছিল অস্কার। তবে এত দেরীতে এবারই প্রথম।
অস্কারের অনুষ্ঠানে জনসমাগম হবে নাকি ভার্চুয়াল আয়োজন করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন আয়োজকরা। সূত্র: বিবিসি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন