১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতকরোনার এই সময়ে ভার্চুয়াল কোর্ট পদ্ধতিতে দেশের বিচারিক আদালতগুলোতে গত ৩০ কার্যদিবসে ৮৪ হাজার ৬৫৭টি আবেদনের শুনানি নিয়ে ৪৪ হাজার ৮০২ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সারাদেশে নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১১ হাজার ৫৪১টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৫ হাজার ৬০০ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।
এছাড়া, গত ১১ মে থেকে ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে সারাদেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট ৮৪ হাজার ৬৫৭টি জামিন আবেদন নিষ্পত্তি করে ৪৪ হাজার ৮০২ জন আসামির জামিন মঞ্জুর করা হয়।
আর গত ২৫ জুন পর্যন্ত মোট ৩০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে সর্বমোট ৫৭১ জন শিশু জামিন পায় বলেও বিবৃতিতে জানানো হয়।
গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। সেই নির্দেশ অনুসারে জামিন আবেদন ও এ সংক্রান্ত দরখাস্তের শুনানি নিয়ে নিম্ন আদালতে জামিন আবেদনের শুনানি ও নিষ্পত্তি শুরু হয়।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন