আরও এক মহামারির আশঙ্কা, আফ্রিকায় জন্ম নিচ্ছে নতুন...
আরও একটি মহামারি তোলপাড় করতে পারে গোটা বিশ্বকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন ই...
বিস্তারিতআজ ০৩ ডিসেম্বর, ২০২০। জেনে নিন আপনার আজকের রাশিফল-
মেষ: বৈদেশিক যোগাযোগে আপনাকে দক্ষ হতে হবে। আজ বিদেশ থেকেই পেতে পারেন কাঙ্ক্ষিত কোনো সংবাদ। অনলাইন বিপণনের ক্ষেত্রে সফল হওয়ার যোগ্যতা আপনার আছে।
বৃষ : ব্যবসায়ী হোন বা চাকরিজীবী আয়ের নতুন নতুন কৌশল আয়ত্ব করার সুযোগ পাবেন। হোটেল রেস্তোরা ও পাণিয়ের ব্যবসায় আশানুরূপ লাভের দিন। সঞ্চয়ের ক্ষেত্রে আপনার সুদূর প্রসারী চিন্তাভাবনা কাজে লাগাতে সফল হবেন।
মিথুন : আজ কর্মজীবনে সফল হতে পারবেন। সকল ব্যর্থতা ও গ্লানি কাটিয়ে সকলকে চমকে দেওয়ার মতো দিন। ব্যবসায়ীক বুদ্ধি দিয়ে আজ বড় কোনো কাজে সফল হবেন। পাবেন জীবন সঙ্গী বা অংশীদারের সাহায্য ও সমর্থন।
কর্কট : ব্যবসায়ীক কারণে যেতে হবে দূরের কোনো দেশে। আমদানি রপ্তানি বাণিজ্যে নিজের যোগ্যতার গুণে অল্প খরচে পণ্য খালাস করতে পারবেন। প্রবাসী আত্মীয়র সাহায্য লাভের যোগ প্রবল। ভ্রমণের সুযোগ আসবে।
সিংহ: বকেয়া বেতন আদায়ে সফল হতে পারবেন। বন্ধুর সাহায্যে বড় কোনো ব্যবসায়ীক কাজের সুযোগ পেতে চলেছেন। গৃহস্থালি জীবনে বড় ভাই বোনের স্নেহ ও মমতা পাবেন।
কন্যা : বেকারত্বের অভিশাপ মোচনের দিন। প্রভাবশালী লোকের তদবিরে একটি খণ্ডকালীন চাকরির সুযোগ পাওয়ার আশা। রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণের পথে জনসংযোগ সফল হতে চলেছে। পিতার সাহায্য ও সহযোগিতায় প্রতিষ্ঠিত হতে সক্ষম হবেন।
তুলা : উচ্চ শিক্ষার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। ফাঁকি দিয়ে কোনো মহৎ কাজ করা সম্ভব নয়। ভাগ্য উন্নতির জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে চেষ্টা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে।
বৃশ্চিক : ব্যবসায়ীক প্রয়োজনে ব্যাংক ঋণ লাভে আজ সফল হতে পারবেন। ছোট ছোট ব্যক্তি ঋণগুলো পরিশোধ করে ঋণের বোঝাকে হালকা করে নিন। ফরেক্স বা শেয়ার বিনিয়োগে আজ লাভের অংশ তুলে নিতে পারবেন।
ধনু : একাকীত্ব কাটিয়ে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারবেন। অংশীদারি ব্যবসা বাণিজ্য বা কাজে লাভের আশা করা যায়। সাংসারিক ক্ষেত্রে দুজনে মিলে সিদ্ধান্ত নিন। ব্যবসার পরিসর বৃদ্ধির ক্ষেত্রে নতুন বিনিয়োগ প্রয়োজন।
মকর: কর্মস্থলে কোনো ঝামেলা দেখা দিলে তা ধৈর্যর সঙ্গে মোকাবিলা করতে হবে। নিজের রাগ ও জেদ দিয়ে সফল হওয়া যায় না। কারনে প্রবাদে আছে “রেগে গেলেন তো, হেরে গেলেন”।
কুম্ভ : শিল্প কলার সঙ্গে জড়িতদের দূরের যাত্রার যোগ প্রবল। প্রেম ও ভালোবাসার টানে ছুটে যেতে পারেন দূরে কোথাও। নিজের মধ্যকার শিল্পী সত্তাকে আজ কাজে লাগাতে চেষ্টা করুন।
মীন: প্রত্যাশা অনুযায়ী কাজে অগ্রসর হওয়ার দিন। পারিবারিক কাজ কর্ম বা জমি ভূমি আবাসন সংক্রান্ত কাজ কর্মে আজ আশাতীত অগ্রগতি হবে। কোনো আত্মীয়র স্থাবর সম্পত্তির ভাগ পেতে পারেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন