১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতটাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ (৪ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুরনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুরনি পৌঁছালে বাসটি বিকল হয়ে যায়। বাসের যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে বাসটি মেরামতের জন্য অপেক্ষা করছিলেন। এসময় পিছন দিক থেকে অন্য একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৭ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন