১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতভারতের জাতীয় দলের ক্রিকেটার সুরেশ রায়না গ্রেফতার হয়েছিলেন। মুম্বাইয়ের একটি ক্লাব অভিযান চালানোর সময় করোনা বিধি না মানায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিন পেয়েছেন তারকা এ ক্রিকেটার।
মঙ্গলবার মুম্বইয়ের একটি ক্লাবে তল্লাশি চালানোর সময় রায়না ও বলিউডের জনপ্রিয় গায়ক গুরু রণধাওয়া-সহ ৩৪ জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ৷
মুম্বই বিমানবন্দরের কাছে মুম্বই ড্র্যাগনফ্লাই নামে একটি ক্লাবে তল্লাশি করতে গিয়ে তারকা ক্রিকেটার ও বলিউডের গায়ককে পুলিশ গ্রেফতার করে৷ তবে পরে জামিনে এই দু’জনে মুক্ত করা হয়৷ এই দুই সেলিব্রিটি-সহ যে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ক্লাবের সাতজন স্টাফ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কোভিড নিয়ম ভেঙে ওই ক্লাবে জড়ো হয়েছিল৷
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন