১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতবছরের শেষ ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারলো না বার্সেলোনা। পয়েন্ট বিসর্জন দিয়ে বছর শেষ করলো কাতালান জায়ান্টরা।
মঙ্গলবার লা লিগার ম্যাচে এইবারের বিপক্ষে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।
অথচ ম্যাচটি হয়েছে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। তবে বার্সার হয়ে এদিন খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তার অভাবটা হাড়ে হাড়ে টের পেয়েছে কোম্যান শিবির।
প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বার্সা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন মার্টিন ব্রাথওয়েট। সেই ভুলের মাশুল তাদের দিতে হয় দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বার্সাকে চমকে লিড নেয় এইবার। গোলটি করেন কিকে। গোল হজমের পর বার্সাও তেতে ওঠে। ফলও দ্রুত পেয়ে যায় দলটি। ৬৭ মিনিটে সমতাসূচক গোলটি করেন বার্সার দেম্বেলে। বাকি সময়ে জয়সূচক একটি গোলের জন্য মরিয়া ছিল বার্সা। কিন্তু পারেনি দলটি। ৭৪ ভাগ বল দখলে রাখা বার্সা এইবারের গোল পোস্টে শট নিতে পেরেছিল মাত্র ৫টি। এইবার তিনটি। বার্সা কর্নার আদায় করেছিল ৫টি। সেখানে এইবার ছিল আরও এগিয়ে। সফরকারীরা আদায় করে নিয়েছিল সাতটি কর্নার।
এই ড্রয়ে লা লিগার চলতি মৌসুমে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বার্সা। অন্যদিকে রেলিগেশন জোন থেকে ২ পয়েন্ট বেশি নিয়ে ১৫তম স্থানে এইবার।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন