১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতদীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চিত্রনায়িকা বুবলী। প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে আড়ালে থাকার পর নতুন বছরে খবরে আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নামে পেজ থাকলেও অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে কোনো চ্যানেল ছিল না এতদিন। অন্যান্যদের মতো এই তারকাও এবার ইউটিউবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজ থেকে ইউটিউবে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। বুবলী নামের ওই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখা যায়, প্রথম ভিডিও হিসেবে ৪৫ সেকেন্ডের একটি ফটোশুটের ভিডিও আপলোড দিয়েছেন এই নায়িকা।
এদিকে মা হওয়ার গুঞ্জন নিয়ে বুবলী জানিয়েছিলেন, কাজ দিয়েই মানুষ আমাকে চেনেন। তাই সবসময় চেয়েছি আমার কাজগুলো ফোকাস হোক। আমার কাজের চেয়ে ব্যক্তিগত বিষয়গুলো বেশি ফোকাস হোক কখনোই চাইনা।
তিনি আরও জানান, গসিপের ফলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে বিভিন্ন ইমপ্যাক্ট পড়ে। তবে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, এক তরফা কোনো কিছু শুনে বিচার করা এবং বিশ্বাস করা মোটেও উচিত না। কারণ গল্পের পেছনেও অনেক গল্প থাকে।
https://www.youtube.com/watch?v=TZsbwod1P24
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন