১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতদ্বিতীয় দিনে ঢাকার পাঁচটি হাসপাতালে আরও ৫৪১ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে দু'জন প্রতিমন্ত্রী রয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে টিকার প্রয়োগ শুরু হয়।
এদিন টিকা গ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আছেন—সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান, তথ্য সচিব খাজা মিয়া এবং বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ১২০ জন। সেখানে ভিআইপিদের মধ্যে টিকা নেন সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ। ডাক্তার চারজন, নার্স ৭, অন্যান্য ৪৮।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া হয়েছে ৬৫ জনকে। তারা হলেন; ডাক্তার ১২ জন, নার্স ৫ জন, অন্যান্য ৪৮ জন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন ১০০ জন। তার মধ্যে পুরুষ হলেন ৫৯ জন, নারী ৪১ জন। ডাক্তার ৫০, নার্স ১৩ অন্যান্য ৩৭।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে টিকা নিয়েছেন ৫৮ জন। এরা হলেন ডাক্তার ৩৮, নার্স ৩, অন্যান্য ১৭।
এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রথম পাঁচজনকে টিকা দেওয়া হয়। পরে সব মিলিয়ে মোট ২৬ জনকে টিকা দেওয়া হয়, যাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা রয়েছেন।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন