বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন মারিয়া শারাপোভা। বছরের প্রথম গ্রান্ডস্লামের আসর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামসের সঙ্গে হারলেও সম্প্রতি মেক্সিকোর সমুদ্র সৈকতে উৎফুল্ল অবস্থায়ই দেখা গেছে রাশিয়ান এই সুন্দরীকে।
পড়ন্ত বিকেলে সুর্যকে হাতের মুঠোয় বন্দী করে একেছেন ভালোবাসার প্রতিকৃতি। শারাপোভার গায়ে ছিল উজ্বল চেক শার্ট। যেখানে বেশ মোহনীয়ই লাগছিল তাকে। সমুদ্র সৈকতে বেড়িয়েছেন অনেকক্ষণ। উঠতি টেনিস তরুণী খেলোয়াড়দের সঙ্গেও হাসি-মুখে পোজ দিয়েছেন তিনি।

প্রথমবারের মতো মেক্সিকোতে এসেছেন শারাপোভা। উপলক্ষ্য মেক্সিকান ওপেন। এই টেনিস টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন সাবেক এই নাম্বার ওয়ান টেনিস তারকা। টুর্নামেন্টে শীর্ষ বাছাই হিসাবে খেলবেন শারাপোভা। যেখানে তার সামনে শক্ত প্রতিপক্ষ হিসাবে আসতে পারে সারা ইরানি। যিনি এই টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়ন (২০১২, ২০১৩)। সোমবার থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট।