১ বাবা, ২৭ মা, ১৫০ ভাইবোনের বিশাল পরিবারের
কানাডার অন্যতম পরিচিত বহুগামী ব্যক্তি উইনস্টোন ব্ল্যাকমোর। ৬৪ বছরের এই ব্যক্তির...
বিস্তারিতগেমারদের জন্য ডেল ৭৪৪৭ মডেলের ল্যাপটপ দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। ডেল ব্র্যান্ডের ইনস্পিরন সিরিজের ল্যাপটপটির পর্দার আকার ১৪ ইঞ্চি। উচ্চ রেজ্যুলেশনের এই পর্দাটি ‘এন্টিগ্লেয়ার’ হওয়ায় এতে বাইরের কোনো ছায়া প্রতিফলিত হয় না। আর এর সাবওফারসহ ২টি স্পিকার দেয় দুর্দান্ত শব্দানুভূতি।
চতুর্থ প্রজন্মের এই ল্যাপটপটিতে রয়েছে এইচ সিরিজের ৩.৫ পর্যন্ত গিগাহার্টজ গতির কোর আই৫ প্রসেসর এবং ৪ জিবি এনভিডিয়া জিফোর্স ডিডিআর-থ্রি গ্রাফিক্স যা গেমারদের দেবে দুর্দান্ত অভিজ্ঞতা। চাইলে এর ৪জিবি র্যাম ১৬জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন হার্ডকোর গেমার।
ল্যাপটপটিতে রয়েছে ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক। সঙ্গে আছে এইচডি ওয়েবক্যাম, এইচডিএমআই, ডিভিডি ড্রাইভ, ব্লু-টুথ ৪.০, ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট এবং সিকিউরিটি লক।
এক বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ডেল ৭৪৪৭ আলটিমেট গেমিং ল্যাপটপটির সঙ্গে রয়েছে অরিজিনাল ক্যারিকেস। এর দাম পড়বে ৭৪ হাজার ২০০ টাকা।
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন