তামিম-আয়েশার ভিন্নরকম ঈদ
রবিবার, জুলাই ১৯, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
গোটা দেশবাসীর মত ঈদ আনন্দে মেতে উঠেছেন জাতীয় দলের খেলোয়াড়রাও। ভক্তদের উদ্দেশ্যে সবাই জানাচ্ছেন ঈদ শুভেচ্ছা। বাদ যাননি দেশসেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও।
বাকিদের মধ্যে অনেকেরই যেমন ফেরা হয়নি বাড়িতে, তামিমের ক্ষেত্রে সেটা হয়নি। পরিবারের সাথেই কাটান ঈদ।
ঈদের ছুটি উপলক্ষে অনেক খেলোয়াড় ছুটিতে ঢাকা চলে আসলেও তামিমের বাড়ি চট্রগ্রাম হওয়ায় পরিবারের সাথে সেখানেই ঈদ করলেন তিনি।
নিজ বাড়িতে পরিবারের সবার সাথে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। সেই সাথে চট্রগ্রাম থেকেই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন তামিম ইকবাল এবং তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ।
স্ত্রী আয়েশার সাথে ছবি তুলে তামিম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে পোস্ট দিয়ে বলেন, 'আপনাদের এবং আপনাদের পরিবারের সবার ঈদ কাটুক আনন্দে। ঈদ মোবারক।'
ঢাকা, রবিবার, জুলাই ১৯, ২০১৫ (বিডিলাইভ২৪) //
কে এইচ
এই লেখাটি ৯২৮৭ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন