সৌম্যকে নিয়ে বাগযুদ্ধে জড়ালেন হাতুরুসিংহে ও পন্ট!
মঙ্গলবার, আগস্ট ৪, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
হাতুরুসিংহ এবং ইয়ান পন্ট দুজনই টাইগার ওপেনার সৌম্য সরকারের কোচ। হাতুরুসিংহ বর্তমান কোচ আর ইয়ান পন্ট ছিলেন সৌম্যের বিপিএল টুর্নামেন্টে নিজ দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ। কিন্তু এই দুই কোচের মধ্যে সম্প্রতি শুরু হয়েছে টুইট যুদ্ধ।
মূলত ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে সৌম্যকে খুঁজে বের করার পেছনের গল্পটি জানান বাংলাদেশ দলের প্রধান কোচ হাতুরুসিংহে। এরপরই টাইগারদের দুই গুরুর মধ্যে এই মনোযুদ্ধটি শুরু হয়।
কিন্তু হাতুরুসিংহের এই দাবি মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের সাবেক বোলিং কোচ ও বিপিএলে সৌম্যের দল ঢাকা গ্লাডিয়েটরস এর প্রধান কোচ ইয়ান পন্ট। এক টুইটার বার্তার মাধ্যমে হাতুরুসিংহেকে খোঁচাই দিলেন তিনি।
তিনি লিখেছেন, "সৌম্যের ব্যাপারে হাতুরুসিংহেঃ 'আমার শক্তির একটা জায়গা হচ্ছে আমি প্রতিভা চিনতে পারি।' এহ? তাই নাকি? আপনার জন্য এই কাজটা আমরা বিপিএলেই করে রেখেছিলাম! হো হো…..!"
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০১৫ (বিডিলাইভ২৪) //
এম এস
এই লেখাটি ১১৭৬০ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন