আমার ভাগ্য যে সানিয়াকে পেয়েছি: শোয়েব
বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০১৫
বিডিলাইভ ডেস্ক :
পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক জাতীয় দলে নিজেকে পুনরূজ্জীবিত করার পুরো ক্রেডিট স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জাকে দিলেন। দলে তার কেরিয়ার পূনরায় সাজাতে সবচেয়ে বেশি অবদান সানিয়ার বলে জানালেন তিনি।
শোয়েব বলেন, পেশাদার ক্রীড়াবিদ হিসেবে সানিয়ার পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্য তাকে সফলভাবে ফিরে আসতে অনুপ্রেরণা দিয়েছে।
তিনি আরো বলেন, প্রায়ই আমরা আমাদের চিন্তা বা অনুভূতিগুলো দলের কারো সাথে শেয়ার করতে পারি না। আর এক্ষেত্রে আমি ভাগ্যবান যে সানিয়াকে পেয়েছি। কেননা ও সবসময় আমার কথাগুলো শুনে ও ভালো পরামর্শ দেয়।
এ সময় শোয়েব মালিক তার স্ত্রীর প্রশংসা করেন ও তার টেনিসের জন্য কঠোর পরিশ্রমের কথাও জানান।
শোয়েব আরো বলেন, সানিয়া স্টেডিয়ামে থাকলে তিনি চাপ অনুভব করেন এবং তার জন্য জিতা কঠিন হয়ে যায়।
পাকিস্তানী ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল হওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
সূত্র: জি নিউজ
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০১৫ (বিডিলাইভ২৪) //
টি এ
এই লেখাটি ৩২৩৫ বার পড়া হয়েছে
মোবাইল থেকে খবর পড়তে অ্যাপস ডাউনলোড করুন