আমি ধোনিকে পছন্দ করি: সানি লিওন

আইপিএল মাঠে গড়ানোর মাঝেই সানি লিওনকে টুইটারে তাঁর এক ভক্ত প্রশ্ন করলেন, ‘সানির প্রিয় দল কোনটি ও পছন্দের ক্রিকেটার কে?’

এই টুইটের মিনিট দুয়েক বাদেই সানির উত্তর, ‘প্রিয় দল ভারত৷ প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।’

কিংবদন্তি শচীন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলি। দু’জনের কাউকেই পছন্দের তালিকায় রাখেননি সানি। চলমান আইপিএলে ধোনিকে নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তার মাঝে ধোনি পেয়ে গেলেন তার আরও এক সমর্থককে।



প্রসঙ্গত, কিংস ইলেভেন পঞ্জাবের সমর্থনে প্রীতি জিন্তার আমন্ত্রণে চলতি আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় কাজ করছেন সানি লিওন৷ নীল ছবিকে গুডবাই বলে সানি এখন বলিউডের জনপ্রিয় নায়িকা।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১