শারাপোভার যে ছবি নিয়ে হইচই

ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ডের আবেদন করে খালি হাতেই ফিরতে হয়েছিল নারী টেনিস তারকা মারিয়া শারাপোভাকে।

উইম্বলডনে তিনি ওয়াইল্ড কার্ডের আবেদন করেননি। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ১৫ মাস ছিলেন টেনিস কোর্টের বাইরে। কোর্টে ফিরলেও তেমন কোনো ব্যস্ততা নেই। বিশ্রামেই কাটছে শারাপোভার দিনগুলো।

সোমবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন শারাপোভা। সঙ্গে রয়েছে ভিডিও। যেখানে দেখা যাচ্ছে বিকিনি পরে জলে ঝাঁপ দিচ্ছেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি। যার ক্যাপশনে শারাপোভা লিখেছেন, ‘গ্রেসফুল’।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১