মারিন চিলিচকে হারিয়ে দিয়ে ইতিহাস গড়লেন রজার ফেদেরার। জিতলেন উইম্বলডনের রেকর্ড ৮ম শিরোপা। ফাইনালে ফেদেরার জয় পান ৬-৩, ৬-১ ও ৬-৪ গেমে। এ নিয়ে ইতিহাসে এখন সবচেয়ে বেশি ১৯টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ৩৬ বছর বয়সী ফেদেরার।
প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সবচেয়ে বেশি শিরোপা জয়ের সুযোগ ছিল ফেডেক্সের সামনে। যদিও পুরো আসরে দাপটের সঙ্গে খেলা ফেদেরারের ফাইনালের শুরুটা অবশ্য হয় নড়বড়ে। ২৮ বছর বয়সী মারিন চিলিচের বিপক্ষে প্রথম গেমে হার দিয়ে শুরু হয় তার।
তবে দারুণভাবে ফিরে এসে প্রথম সেট ৬-৩ গেমে জিতে নেন ফেদেরার। পরের সেটেও চিলিচকে উড়িয়ে দিয়ে ৬-১ গেমে জয় পান সাবেক শীর্ষ তারকা ফেদেরার। চোট নিয়ে খেললেও, সহজে হার মানেন নি চিলিচ। তৃতীয় সেটে হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতা।
কিন্তু শেষ পর্যন্ত ফেদেরারের সঙ্গে পেরে ওঠেন নি এই ক্রোয়েশিয়ান। ফাইনালে নিজের ৮ম এইসে উইম্বলডনের ৮ম শিরোপা নিশ্চিত করেন ফেদেরার।