দেশের বাজারে সুজুকি জিক্সারের দাম কমলো

দেশের বাজারে জিক্সার মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে সুজুকি বাংলাদেশ। তরুণদের কাছে ভীষণ জনপ্রিয় সুজুকি জিক্সার। জিক্সারের দুইটি ভার্সনের দাম কমানো হয়েছে ১০ হাজার টাকা।  

দাম কমানোর কারণে এখন থেকে সুজুকি জিক্সার ডুয়েল টোন ডাবল ডিস্ক পাওয়া যাবে ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায়। বাইকটির আগের দাম ছিল ২ লাখ ৩৯ হাজার ৯৫০ টাকা।

অন্যদিকে জিক্সারের ডুয়েল টোন সিঙ্গেল সিক্স এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৯৫০ টাকায়। এটি আগে বিক্রি হতো ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায়।

এটি একটি সম্পুর্ন ১৫০ সিসি সেগমেন্টের ফুল ফেয়ার্ড মোটরসাইকেল। মোটরসাইকেল এর ডিজাইন এর পাশাপাশি এর পারফর্মেন্স ও একটি অতি প্রয়োজনীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। সুজুকি জিক্সার এর মাঝে রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন। এর মাঝে রয়েছে সিক্স সেন্সর মেজার ফ্যাক্টর যার ফলে এটি অনেক বেশি ফুয়েল ইফিসিয়েন্ট।

এর ইঞ্জিন ৮০০০ আরপিএম এর মাঝে ১৪.৮ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম। এর টর্ক ৬০০০ আরপিএম এর মাঝে ১৪ এনএম ক্ষমতা সম্পন্ন।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১