বিশ্বকাপে কোন দলকে সমর্থন করছেন জেমস

ফুটবলের বড় আসর বিশ্বকাপ ফুটবল ২০১৮ চলছে। গোটা বিশ্ব এখন এই উন্মাদনায় ভাসছে। তবে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপের আমেজটা হয়ত অন্যান্য দেশ থেকে খানিকটা বেশি। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে তুমুল হইচই, কোন দলের সমর্থক, কার কোন খেলোয়াড় প্রিয়, এসব আলোচনায় কেটে যায় পুরা মাস। যা হয়তো অন্যান্য দেশে একটু কমই হয়।

তবে তারকাদের প্রিয় দল ও প্রিয় খেলোয়াড়ের কথা জানতে বেশ আগ্রহী ভক্তরা। দেশের অন্যতম জনপ্রিয় সংগীত তারকা জেমসের প্রিয় দল কি জানেন?

শীর্ষ একটি জাতীয় গণমাধ্যমে জেমস জানিয়েছেন, তার প্রিয় দল আর্জেন্টিনা। শুধু আর্জেন্টিনা দলের সমর্থকই নন, জেমসের প্রিয় খেলোয়াড়ও এই আর্জেন্টিনা দলের প্রাক্তন ফুটবলার। হ্যাঁ তিনি আর কেউ নন, ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। এই তারকার খেলার ভীষণ ভক্ত জেমস।

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি জেমসের ভালোবাসার একটি নিদর্শন হিসেবে নিজের বাসায় বড় প্রজেক্টর লাগিয়েছেন জেমস। পরিবার, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের নিয়ে প্রিয় দলের খেলা উপভোগ করার জন্যই তার এই আয়োজন।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১