বাংলাদেশকে ষষ্ঠ স্বর্ণ পদক জেতালেন জিয়ারুল

মাবিয়া আক্তার সীমান্তের পর ভারোত্তোলন থেকে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে দ্বিতীয় সোনার পদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন এই অ্যাথলেট। ফলে চলমান আসরে বাংলাদেশের সোনার সংখ্যা বেড়ে হলো ছয়টি। মাইনুল ইসলাম ১০২ কেজিতে জিতেছেন রৌপ্য পদক।

বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হুমায়রা আক্তার অন্তরা। তবে সেটি ছিল ব্রোঞ্জ। তায়কোয়ান্দোতে এবার বাংলাদেশ প্রথম সোনার পদক জেতে। দিপু চাকমা পাইয়ে দেন প্রথম স্বর্ণ। তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশকে প্রথম সোনা জেতান দিপু।

এরপর কারাতে কুমিতে সোনা জেতেন আল আমিন। সেটি ছিল বাংলাদেশের দ্বিতীয় সোনার পদক। কারাতে ইভেন্টের ৬০ কেজি ওজন শ্রেণি কুমিতে সোনা পাইয়ে দেন বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন। দেশের তৃতীয় স্বর্ণ জেতেন বাংলাদেশের আরেক খেলোয়াড় মারজানা আক্তার প্রিয়া।

এসএ গেমসে দেশের পক্ষে তৃতীয় সোনার পদক আসে মেয়েদের কারাতে ইভেন্টে। মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি কুমি ইভেন্টে সোনা জেতেন মারজানা। বাংলাদেশ চতুর্থ সোনার পদক পাইয়ে দেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতে ৬১ কেজি কুমিতে স্বর্ণ জেতেন অন্তরা।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১