৯টি বিপজ্জনক অ্যাপস

গুগল প্লে স্টোর থেকে আপনি ফোনে কী কী অ্যাপ ইনস্টল করেছেন, তা পুনরায় খেয়াল করার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ট্রেন্ড মাইক্রোর বিশেষজ্ঞরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ৯টি বিপজ্জনক অ্যাপস সম্পর্কে সতর্ক করেছেন, যেগুলো ফোনে ম্যালওয়্যার ছড়াতে পারে।

এক ব্লগ পোস্টে ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, ইউলিটি এবং মেমোরি অপ্টিমাইজার অ্যাপগুলোর মধ্যে তারা এমন কিছু অ্যাপস আবিষ্কার করেছেন, যেগুলো ব্যবহারকারীর অগোচরে প্রায় ৩ হাজার ধরনের ম্যালওয়্যার ফোনে ডাউনলোড করাতে পারে। এমনকি বিপজ্জনক ওই অ্যাপগুলো ম্যালওয়্যার আক্রান্ত ফোনের মাধ্যমে অ্যাপের ভুয়া পজেটিভ রিভিউ তৈরি করে। এছাড়া ব্যবহারকারীর গুগল এবং ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করতে পারে।

বিষয়টি জানার পর গুগল অবশ্য প্লে স্টোর থেকে বিপজ্জনক ওই অ্যাপগুলো মুছে দিয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, অ্যাপগুলো ইতিমধ্যে ৪ লাখ ৭০ হাজারের বেশি সংখ্যকবার ডাউনলোড হয়েছে। তাই আপনার ফোনে নিচে উল্লেখিত ৯টি অ্যাপের মধ্যে কোনোটি ইনস্টল করা থাকলে দ্রুত মুছে ফেলার পরামর্শ দেয়া হয়েছে।

* শুট ক্লিন - জাঙ্ক ক্লিনার, ফোন বুস্টার, সিপিইউ কুলার

* সুপার ক্লিন লাইট – বুস্টার, ক্লিন অ্যান্ড সিপিইউ কুলার

* সুপার ক্লিন - ফোন বুস্টার, জাঙ্ক ক্লিনার অ্যান্ড সিপিইউ কুলার

* কুইক গেমস – এইচ৫ গেমস সেন্টার

* রকেট ক্লিনার

* রকেট ক্লিনার লাইট

* স্পিড ক্লিন – ফোন বুস্টার, জাঙ্ক ক্লিনার অ্যান্ড অ্যাপ ম্যানেজার

* এইচ৫ গেমবক্স

* লিংকওয়ার্ল্ডভিপিএন

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১