সপ্তাহে ২ দিন কলকাতা যাবে 'বন্ধন এক্সপ্রেস'

খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেসের দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করেছে। ফলে খুলনা-কলকাতা রুটে এখন থেকে সপ্তাহে ২ দিন চলবে বন্ধন এক্সপ্রেস ট্রেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে নতুন সময় সূচি অনুযায়ী ট্রেনটির যাত্রা উদ্বোধন করেন। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না, খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক উপস্থিত ছিলেন।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, এর আগে খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস শুধু বৃহস্পতিবার চলাচল করতো। রবিবার নতুনভাবে আরও একটি ট্রেন যুক্ত হলো। এর ফলে এ ট্রেনটি এখন থেকে সপ্তাহে দু’দিন চলবে। ট্রেনের আটটি বগিতে ৪৫৬টি সিট রয়েছে। রবিবার ট্রেনটি খুলনা থেকে কলকাতার উদ্দেশে যাত্রার আগ পর্যন্ত ৩২টি টিকিট বিক্রি হয়। গত বৃহস্পতিবার খুলনা থেকে কলকাতার উদ্দেশে বন্ধনে যাত্রা করেছিলেন ১১৪ জন যাত্রী।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১