ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএমইডিপি-২) এর আওতায় নারী উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নারী উদ্যোক্তাদের ক্লাষ্টারভিত্তিক ব্যবসা উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৯ফেব্রুয়ারী) বেসরকারী উন্নয়ন সংগঠন সমতা নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন ও এডিবি’র সহযোগিতায় শহরের নামোশংকরবাটি পলাশপুর এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

সফল নারী উদ্যোক্তা ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভাপতি আফসানা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এডিবি’র আন্তজার্তিক ক্লাষ্টার ডেভেলপমেন্ট পরামর্শক টবী ফিলপোট, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন পরিচালক ও এসএমইডিপি-২ প্রকল্পের ব্যবস্থাপক আহমেদ জুবায়ের মাহবুব, এসএমইডিপি-২ প্রজেক্টের ঢাকা অফিস ম্যানেজার সুমন কুমার সাহা সহ নারী উদ্যোক্তাগণ।

House 57, Road-8, Block-D, Niketon, Gulshan-1, Dhaka, Bangladesh, ফোন: ৮৮ - ০১৯৭৪৫৫০০৯১